NE UpdatesAnalyticsBreaking News
আগরতলায় এনইসির বৈঠকে যোগ দেবেন শাহ
আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২১ ডিসেম্বর নর্থ ইস্ট কাউন্সিল অর্থাৎ উত্তর-পূর্ব পরিষদের ৭২ তম পূর্ণাঙ্গ অধিবেশন আগরতলায় অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর পরদিন ২২ ডিসেম্বর ত্রিপুরার ধলাই জেলার রিয়াং বসতিস্থল পরিদর্শন করবেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মিজোরামে ভয়াবহ দাঙ্গার জেরে ৩৭ হাজার ১৩৫ জনের মতো রিয়াং ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। ত্রিপুরার ১২টি স্থানে এই রিয়াং শরণার্থীরা বসতি গড়েন। এরপর ২০২০ সালের জানুয়ারি মাসে একটি চুক্তি অনুসারে ত্রিপুরার আটটি জেলার চারটি স্থানে ইন্ডিয়ানদের পাকাপাকিভাবে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়। ২২ ডিসেম্বর ধলাই জেলার ব্রুহা পাড়াতে আশ্রয় শিবির পরিদর্শন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় সমবায় সম্মেলনেও উপস্থিত থাকবেন অমিত শাহ।
প্রসঙ্গত, আগরতলায় এনইসির অধিবেশনে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও উপস্থিত থাকবেন। এছাড়া উত্তর-পূর্বের ৮টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এতে শামিল হবেন। বিভিন্ন প্রকল্পের কাজ পর্যালোচনা করার পাশাপাশি এদিন নতুন কয়েকটি প্রকল্প গ্রহণ করার সম্ভাবনা রয়েছে।