NE UpdatesAnalyticsBreaking News
অপুষ্টিতে ভোগা মহিলার সংখ্যার হিসেবে দেশে চতুর্থ অসম, তথ্য লোকসভায়
নতুনদিল্লি, ১৫ ডিসেম্বর : রক্তহীনতা ও অপুষ্টিতে ভোগা মহিলা ও শিশুর সংখ্যা অসমে বৃদ্ধি পেয়েছে। পুষ্টিহীনতায় ভোগা মহিলার সংখ্যার হিসেবে অসম দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। সম্প্রতি লোকসভার শীতকালীন অধিবেশনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন মহিলl ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। অধিবেশনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় জানিয়েছেন, রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৪ (২০১৫-১৬)-এ অসমে ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে রক্তহীনতায় ভোগা মহিলার সংখ্যা ৪৬ শতাংশ ছিল। রাষ্ট্রীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫ (২০১৯-২১) অনুযায়ী অসমে ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে রক্তহীনতায় ভোগা মহিলার সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬৫.৯ শতাংশ।
তথ্য অনুযায়ী, রক্তহীনতা ও অপুষ্টিতে ভোগা মহিলার সংখ্যার ক্ষেত্রে দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে অসম। প্রথম স্থানে রয়েছে লাদাখ (৯২.৮ শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (৭১.৪ শতাংশ) এবং তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা (৬৭.২ শতাংশ)।
এ দিকে, মহিলা ও শিশুর রক্তহীনতার জন্য প্রসূতি ও নবজাতকের মৃত্যুর হার অসমে বেশি হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অসমের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, অসমে ৫ বছরের কম বয়সের হিসেবে কম ওজন থাকা শিশুর হার ২৯.৮ শতাংশ। তথ্য অনুসারে, অসমে নবজাতকের মৃত্যুর হার ৪৮ শতাংশ। জাতীয় পর্যায়ে এই হার ৪০ শতাংশ।