NE UpdatesAnalyticsBreaking News
চলতি বছরে ১২.৭ কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করল বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ার
গুয়াহাটি : ভারতের আন্তর্জাতিক সীমান্তে নেশাজাতীয় সামগ্রী ও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রীর চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া গুয়াহাটি ফ্রন্টিয়ার অব বর্ডার সিকিউরিটি ফোর্স চলতি ২০২৪ সালে মোট ১২.৭ কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে। গত ১ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিএসএফ ফিনাইল, সোনা, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ অন্য নেশাজাতীয় সামগ্রী আটক করে। বিএসএফ-এর ডিআইজি হরমিত সিং জানান, বাজেয়াপ্ত হওয়া এই নেশাজাতীয় সামগ্রীর বাজারমূল্য ১২.৭ কোটি টাকা।
সীমান্ত বাহিনীর কার্যকলাপের ওপর আলোকপাত করে বিএসএফ-এর ডিআইজি হরমিত সিং বলেন, গুয়াহাটি বিএসএফ ফ্রন্টিয়ার দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে। সীমান্তের জনগণের সঙ্গেও বিএসএফ-এর সুসম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, ২০১১ সালের অক্টোবরের শুরু থেকেই বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারকে পশ্চিমবঙ্গ ও অসমের এক প্রত্যাহ্বানপূর্ণ ও জটিল ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বিএসএফ জওয়ানরা ৩৫ জন বাংলাদেশি নাগরিক সহ ৯৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে। এর পাশাপাশি নিরাপত্তা বাহিনী সরবরাহকারীর কাছ থেকে ৬০৮৮টি গরুর মাথা বাজেয়াপ্ত করেছে।
বিএসএফ-এর বিবৃতি অনুযায়ী, জওয়ানরা ৬৮,৮৫১টি ফেন্সিডিলের বোতল, ১৬৫৫ কেজি গাঁজা, ৩০৬০.৩৪ গ্রাম সোনা ও ১০,৮৮১টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এই সময়ের মধ্যে ১০,০১৭ বোতল মদ ও ১.৮৬ কেজি চিনিও বাজেয়াপ্ত করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা বাহিনী জানিয়েছে, বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ার ২০১১ সালের অক্টোবরে শুরু হওয়ার সময় থেকেই পশ্চিমবঙ্গ ও ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০৯ কিলোমিটার দীর্ঘ এলাকায় পাহারা দিয়ে যাচ্ছে। এর মধ্যে ৯১.৭২৬ কিলোমিটার দীর্ঘ নদীপথ রয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে নিযুক্ত আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করতে এবং একটি ওয়াটার উইঙ সহ তিনটি সেক্টরের অধীনে ১১টি বিএসএফ ব্যাটেলিয়ন নিয়োগ করা হয়েছে।
তা সত্ত্বে বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ার সীমান্তরক্ষী বাংলাদেশের সঙ্গেও পেশাদারি সম্পর্ক বজায় রেখে চলেছে। দুটো বাহিনী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কও অধিক উন্নত করা এবং সীমান্ত অঞ্চলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য অহরহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে সীমান্তের বহু বিতর্কিত সমস্যাও সমাধান হয়েছে। এর আগে ২১ নভেম্বর সীমা অতিক্রম করে চোরাচালানের বিরুদ্ধে বিএসএফ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৩.৬৯ লক্ষ টাকার জিরা বাজেয়াপ্ত করে।