NE UpdatesAnalyticsBreaking News
তৃতীয় শুনানিতেও তিন মার যুবকের মৃতদেহ মর্গে সংরক্ষণের নির্দেশ আদালতের
ওয়ে টু বরাক, ৩ আগস্ট : কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থী মধ্যে গোলাগুলিতে হত তিন মার যুবকের মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার তৃতীয় শুনানিতে একই নির্দেশ প্রদান করেছে গৌহাটি হাইকোর্ট। এতে বলা হয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত তিন মার যুবকের মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজের মর্গে সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তী শুনানি গ্রহণ করা হবে আগামী ৭ আগস্ট। এর পাশাপাশি সরকার পক্ষ থেকে আদালতে দাখিল করা শপথনামা বাদী পক্ষকে পড়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কাছাড়ের ধলাই গঙ্গানগর থেকে তিন মার যুবককে গ্রেফতার করেছিল কাছাড় পুলিশ। অন্যদিকে ১৭ জুলাই শেষ রাতে ধৃত তিন যুবককে নিয়ে অসম-মিজোরাম সীমান্তবর্তী ভুবন পাহাড়ে অভিযান চালাতে যায় পুলিশ। এই অভিযান চলার সময় অন্য উগ্রপন্থীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়েছে। ওই সময়ই পুলিশের হেফাজতে থাকা তিন মার যুবকের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য অনুযায়ী, মৃত তিন মার যুবক উগ্রপন্থী ছিল। কিন্তু এ কথা মেনে নিতে রাজি হননি মৃত যুবকের পরিবারের সদস্যরা। বিপরীতে এই ঘটনা নিয়ে মৃতের পরিবারবর্গ হাইকোর্টের শরণাপন্ন হন। ভুয়ো এনকাউন্টার করে তিন যুবককে হত্যা করার অভিযোগ তুলে গৌহাটি হাইকোর্টে লিখিত আবেদন দাখিল করে তিনজনের পরিবার।
অন্যদিকে, এই মামলার গত ২৪ ও ২৬ জুলাই গৌহাটি হাইকোর্টে প্রথম ও দ্বিতীয় শুনানি হয়েছে। এরপর শুক্রবার তৃতীয় শুনানি হয়। তৃতীয় শুনানিতেও আগের দুটি শুনানির মতো একই নির্দেশ দেয় আদালত। বর্তমানে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৭ আগস্ট পর্যন্ত সরকারকে তিন মার যুবকের মৃতদেহ সযত্নে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার নির্দেশ দিয়েছে।