India & World UpdatesAnalyticsBreaking News

একনজরে মোদি মন্ত্রিসভার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রতিমন্ত্রীর দফতর

নতুনদিল্লি, ১১ জুন : রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া আরও ৭১ জন মন্ত্রী এদিন শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সোমবার মন্ত্রীদের দপ্তর বন্টন হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক এই মন্ত্রীরা কে কোন দপ্তর পেয়েছেন —-

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা 

১) রাও ইন্দরজিৎ সিং : পরিকল্পনা, স্ট্যাটিসটিক্স ও সংস্কৃতি মন্ত্রক

২) ডঃ জিতেন্দ্র সিং: বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স পাবলিক গ্রিভান্স, পেনশন, অ্যাটমিক এনার্জি, স্পেস আর্থ সায়েন্স

৩) অর্জুন রাম মেঘাওয়াল : আইন মন্ত্রক, সংসদ বিষয়ক

৪) যাদব প্রতাপরাও গণপতরাও : আয়ুষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

৫) জয়ন্ত চৌধুরী : স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষা

প্রতিমন্ত্রী

১) জিতিন প্রসাদ : বাণিজ্য ও শিল্প ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

২) শ্রীপদ ইয়েসো নায়েক : শক্তিমন্ত্রক, অচিরাচরিত শক্তি মন্ত্রক

৩)পঙ্কজ চৌধুরী : অর্থমন্ত্রক

৪)কৃষান পাল : সমবায় দফতর

৫)রামদাস আঠেওয়ালা : সামাজিক ন্যায়

৬) রামনাথ ঠাকুর : কৃষি ও কৃষক কল্য়াণ

৭) নিত্যানন্দ রাই : স্বরাষ্ট্র মন্ত্রক

৮) অনুপ্রিয়া প্যাটেল : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কেমিকাল ও ফার্টিলাইজার

৯) ভি সোমান্না : জলশক্তি মন্ত্রক, রেলমন্ত্রক

১০) চন্দ্রশেখর পেম্মাসানি : গ্রাম উন্নয়ন ও যোগাযোগ

১১) এসপি সিং বাঘেল : মৎস্য, পশুপালন ও ডেয়ারি

১২) সুশ্রী শোভা কারান্ডলাজে : ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক

১৩) কীর্তিবর্ধন সিং : পরিবেশ, বন ও আবহাওয়ার পরিবর্তন

১৪)বিএল শর্মা : ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন

১৫) শান্তনু ঠাকুর : বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক

১৬) সুরেশ গোপী : পেট্রোলিয়াম ও ন্যাচারার গ্যাস

১৭) এল মুরুগান : তথ্য় ও সম্প্রচার মন্ত্রক

১৮) অজয় টামটা : কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক।

১৯) বন্দি সঞ্জয় কুমার : স্বরাষ্ট্রমন্ত্রক

২০)কমলেশ পাসোয়ান : গ্রাম উন্নয়ন

২১) ভগীরথ চৌধুরী : কৃষি ও কৃষক কল্য়াণ

২২) সতীশ চন্দ্র দুবে : কয়লা ও খনি বিষয়ক

২৩) সঞ্জয় শেঠ : প্রতিরক্ষা মন্ত্রক

২৪) রবনীত সিং : খাদ্য প্রক্রিয়াকরণ ও রেলমন্ত্রক

২৫) দুর্গাদাস উইকে : আদিবাসী কল্য়াণ মন্ত্রক

২৬) রক্ষা নিখিল খাড়সে : যুব কল্য়াণ ও ক্রীড়া

২৭) সুকান্ত মজুমদার : শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রক

২৮) সাবিত্রী ঠাকুর : শিশু ও নারী কল্য়াণ

২৯) ঠোকান সাহু : আবাসন

৩০) রাজ ভূষণ চৌধুরী : জলশক্তি

৩১) ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা : ভারী শিল্প, স্টিল

৩২) হর্ষ মালহোত্রা : কর্পোরেট বিষয়ক, সড়ক পরিবহণ ও হাইওয়ে

৩৩) নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়া : ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন

৩৪) মুরলীধর মোহল : সমবায় সিভিল এভিয়েশন

৩৫) জর্জ কুরিয়ান : সংখ্যালঘু বিষয়ক মৎস্য, পশুপালন

৩৬) পবিত্র মার্গেরিটা : বিদেশ মন্ত্রক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker