NE UpdatesIndia & World UpdatesBreaking News

শপথ গ্রহণের জন্য অস্থায়ীভাবে মুক্তি চেয়ে আবেদন অমৃতপাল সিঙের

গুয়াহাটি, ১০ জুন : লোকসভা নির্বাচনে পাঞ্জাবের খাদুর সাহিব থেকে জয়ী হয়েছেন খালিস্থানপন্থী নেতা অমৃতপাল সিং। কারাগারে বন্দি থেকেও ভোটে জয়ী হয়েছেন তিনি। এরপর খাদুর সাহিব থেকে নবনির্বাচিত সাংসদ অমৃতপাল সিং পাঞ্জাব সরকারকে একটি বিশেষ চিঠি দিয়েছেন। তিনি অমৃতসরের জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র সচিবকে এই চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি লিখেছেন, শপথ গ্রহণের জন্য তাকে মুক্তি দেওয়া দরকার অথবা পুলিশ বেষ্টনীতেই তাকে লোকসভা নিয়ে যাওয়া প্রয়োজন।

উল্লেখ্য পাঞ্জাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হচ্ছে খাদুর সাহিব। যে আসন থেকে সাম্প্রদায়িক মুখ হিসেবে আত্মপ্রকাশ করা নির্দল প্রার্থী অমৃতপাল সিং বড় ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের পর তার সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। খাদুর সাহিব লোকসভা কেন্দ্র থেকে  কংগ্ৰেস প্ৰাৰ্থী কুলবীর সিং জিরা ১,৮৮,৫৬৮ ও আম আদমি পাৰ্টীর প্ৰাৰ্থী ললজিৎ ভুল্লা ১,৭৭,৫০২ ভোট পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker