India & World UpdatesAnalyticsBreaking News
২২ মার্চ দিল্লির জেএনইউ-তে ছাত্র সংসদ নির্বাচন
নতুনদিল্লি, ১১ মার্চ : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে চার বছরেরও বেশি সময় পর ছাত্র সংসদের নির্বাচন হতে চলেছে। আগামী ২২ মার্চ সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে, ফল ঘোষণা করা হবে ২৪ মার্চ। আগামী ১৫ মার্চ থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। রবিবার গভীর রাতে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিটি।শেষবার ভোট হয়েছিল ২০১৯-এ।
নির্বাচন কমিটির চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর লিখিত আকারে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুধু ব্যালট পেপারের মাধ্যমেই নির্বাচন হবে। ১৫ মার্চ সকাল সাড়ে ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১৬ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৬ মার্চ বিকেলে প্রার্থী ঘোষণা হবে।