Barak UpdatesBreaking News

চাপে পড়ে গাউনেই ফিরল বিশ্ববিদ্যালয়, বৃহস্পতিবার সমাবর্তন
Under pressure University returns back to gown, Convocation on Thursday

১৩ মার্চঃ গাউনেই ফিরল আসাম বিশ্ববিদ্যালয়। আগে সিদ্ধান্ত হয়েছিল, ব্রিটিশ কায়দার সমাবর্তন পোশাক আর নয়। এর বদলে এ বার দীক্ষাগ্রহণ হবে সাদা পোশাকে। তাদের সে দিন নতুন পোশাক বিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের কেনা পোশাকের ওপর পরানো হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্তরীয়। ওই বেশেই তাঁরা অংশ নেবেন সমাবর্তন শোভাযাত্রায়। প্রধান অতিথি, উপাচার্য, রেজিস্ট্রাররাও থাকবেন গাউনহীন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন পোশাক বিধি ঘোষণা করতেই ছাত্র-গবেষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঝড় ওঠে নানা সামাজিক মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের নানা হোয়াটস অ্যাপ গ্রুপে সমালোচনা চলতে থাকে। দীক্ষান্ত সমারোহে অংশ নেওয়ার জন্য যারা দেড় হাজার টাকা জমা দিয়েছেন, তাঁরা যেমন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের সমালোচনা করেছেন, তেমনি প্রতিবাদে সরব হয়েছেন বর্তমান ছাত্র-ছাত্রী, গবেষকরাও। তাঁদের কথায়, গাউন পরবে বলেই অনেকে সমাবর্তন উতসবে অংশ নেন, অর্থ জমা করেন। কর্তৃপক্ষ ব্রিটিশ কায়দা বললেও ছাত্র-গবেষকরা এর একটা পৃথক মর্যাদা রয়েছে বলেই মনে করছেন। একাংশ শিক্ষক এবং কিছু সাধারণ জনতাও এই বক্তব্যকে সমর্থন করেন।

ভুল-শুদ্ধ যা-ই হোক, একবার সিদ্ধান্ত গ্রহণ ও পরে চাপে পড়ে তা থেকে সরে আসার দরুন বহু অর্থ গচ্ছা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের। অন্য বছরের মত গাউন যেমন ভাড়া আনা হয়েছে, তেমনি তৈরি করতে হয়েছে উত্তরীয়ও। বৃহস্পতিবার ব্রিটিশ গাউনের ওপরই পরানো হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্তরীয়।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker