NE UpdatesAnalyticsBreaking News
রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের গুয়াহাটি সিআইডি কার্যালয়ে তলব
গুয়াহাটি, ১৯ ফেব্রুয়ারি : ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে আসামের অপরাধ অনুসন্ধান বিভাগ অর্থাৎ সিআইডি কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্য নেতাদের তলব করেছে। সমন অনুযায়ী, সিআইডি রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, জিতেন্দ্র সিং, ভূপেন বরা, গৌরব গগৈ ও দেবব্রত শইকিয়াকে গুয়াহাটির সিআইডি থানায় উপস্থিত হতে নির্দেশ জারি করেছে। এর পাশাপাশি বিধায়ক জাকির হোসেন সিকদার ও রমেন কুমার শর্মাকেও হাজির হতে নির্দেশ দিয়েছে সিআইডি। আগামী ২৩ ফেব্রুয়ারি কংগ্রেস নেতাদের উলুবারির সিআইডি কার্যালয় উপস্থিত হতে হবে।
মনিপুর থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আসামে প্রবেশ করার পর রাজ্যের বেশ কয়েকটি স্থানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই যাত্রায় গুয়াহাটিতে প্রবেশ করার সময়ও উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। এরপর রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে গুয়াহাটি পুলিশ নিজে থেকেই মামলা দায়ের করে। পরবর্তী সময় মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়।