ওয়ে টু বরাক, ১৭ অক্টোবর : পরিবেশ সংরক্ষণকে থিম করে এ বছর পুজোর আয়োজন করছে অল মেডিক্যাল সেলস পিপল অ্যাসোসিয়েশন দুর্গাপূজা কমিটি। প্রকৃতিকে সংরক্ষণ না করলে যে একদিন মানব সমাজের জন্য ধেয়ে আসবে বিপদ, সে বার্তাই পুজো আয়োজন করে দিতে চাইছে এই কমিটি। শিলচর টিচার্স ট্রেনিং কলেজের সামনেই প্রতিবারের মতো সেজে উঠবে মণ্ডপ। এটিও পুরোপুরি পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। গাছের নিচে থাকবেন দেবী দুর্গা।
এছাড়া রক্তদান, ভাষা শহিদদের স্মরণে বৃক্ষ-রোপণ, চারা বিতরণ, দিব্যাঙ্গদের সহায়তা প্রদান সহ মানব কল্যাণে হাতে নেওয়া হয়েছে বেশকিছু কর্মসূচি। ষষ্ঠীর সন্ধ্যায় পদ্মশ্রী ডাঃ রবি কান্নান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি (লক্ষ্মণ) দাস, পরিবেশবিদ তথা অধ্যাপক পার্থংকর চৌধুরী ও জেলা বন আধিকারিক মিলে পুজোর উদ্বোধন করবেন। কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, পুজোর ক’দিন দর্শনার্থীদের বিতরণ করা হবে গাছের চারা। তাছাড়া পুজোয় সামাজিক দায়বদ্ধতা থেকে দিব্যাঙ্গ পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বধিরদের দেওয়া হবে কৃত্রিম শ্রবণযন্ত্র। এর পাশাপাশি শিলচরের এক দিব্যাঙ্গ তরুণীকে প্রশিক্ষক রাখার জন্য অর্থ সাহায্য করা হবে। উধারবন্দের অন্য এক দিব্যাঙ্গ তরুণীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রদান করা হবে আর্থিক সহায়তা।
অল মেডিক্যাল সেলস পিপল অ্যাসোসিয়েশন দুর্গাপূজা কমিটির এ বারের পুজোর বাজেট রাখা হয়েছে ১০ লক্ষ টাকা। সদস্যরা চাঁদা দিয়েই এই পুজোর আয়োজন করছেন। প্রতিমা নির্মাণ করছেন দেবরাজ শিল্পালয়ের সুজিত পাল। কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল গড়ছেন শ্যামল দেবনাথ। ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধনের পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সদস্যদের পরিবারের লোকজন ছাড়াও বেশ আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন। অন্যদিকে, পুজোর দিনগুলোতে কমিটির সদস্যরা পর্যায়ক্রমে রক্তদান করবেন বলেও জানা গিয়েছে।