Barak UpdatesAnalyticsCultureBreaking News
রাজ্যে প্রথমবার, শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দুর্গাপুজো
শারদীয়া পুজো '২৩ : (৭)
ওয়ে টু বরাক, ১৭ অক্টোবর : গোটা রাজ্যের কংগ্রেসের ইতিহাসে প্রথমবারের মতো এক অভাবনীয় পদক্ষেপ। এ বার দুর্গাপূজা আয়োজন করতে চলেছে শিলচর জেলা কংগ্রেস। স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে জেলা কংগ্রেস কর্তারা স্পষ্ট বলে দিয়েছেন, পূজোর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলার কোনও মানে হয় না। ইতিমধ্যে পুজোকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস শারদীয় উৎসব উদযাপন কমিটি নামে একটি আয়োজক কমিটি ও গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি রয়েছেন সীমান্ত ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন জাভেদ আক্তার লস্কর।
জেলা কংগ্রেস কর্মকর্তারা বলেছেন, এই পুজো জেলায় শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেবে। যে কমিটি গঠন করা হয়েছে তাতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। তবে কংগ্রেস কার্যালয়ে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করা হলেও এর আগে সরস্বতী পূজো ও ইফতার সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তারা আরও বলেছেন, আসামে হয়তো কোনও কংগ্রেস কার্যালয়ে এর আগে দুর্গাপুজো হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শংকর রায়ের সময়ে কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল।
জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, পুজো কমিটির সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ জানিয়েছেন, পুজোর জন্য বাইরে থেকে কোন চাঁদা তারা সংগ্রহ করছেন না। দলের সদস্যদের আর্থিক সহায়তায় পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোর তিন দিনই মহাপ্রসাদ বিতরণ করা হবে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। জেলা কংগ্রেস কর্মকর্তারা অবশ্যই এও বলেছেন, বর্তমানে গোটা দেশ জুড়ে যে আশুরিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই শক্তিকে বিনাশ করতে প্রার্থনা জানাবেন দেবীর কাছে। পুজোর তিনদিন শিলচরের দর্শনার্থীদের কংগ্রেস কার্যালয়ে আসার আমন্ত্রণও জানিয়েছেন তারা।