India & World UpdatesAnalyticsBreaking News
আজ নিউ জার্সিতে অক্ষরধাম মন্দিরের উদ্বোধন
নতুন দিল্লি, ৮ অক্টোবর : আমেরিকার নিউ জার্সিতে আজ অক্ষরধাম মন্দিরের একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অক্ষরধাম মন্দিরটি হবে ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির। ৩০ সেপ্টেম্বর থেকে এই মন্দিরের উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বিএপিএস-এর সাধু তীর্থ স্বরুদাস স্বামী জানান, আমেরিকার নিউ জার্সির রবিন্সভিলে বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরটি দিল্লি অক্ষরধামের থেকে অনেক বড় এবং মনোরম। ৩০ সেপ্টেম্বর থেকে অক্ষরধাম মন্দিরের উৎসর্গ অনুষ্ঠান শুরু হয়েছে। পরম পবিত্র মহন্ত স্বামী মহারাজের উপস্থিতিতে এই অনুষ্ঠান চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধান এবং নেতারা এই অক্ষরধাম মন্দিরের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি ১২ বছরে ১২৫০০ স্বেচ্ছাসেবক তৈরি করেন এবং এর নির্মাণ কাজ ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত হয়েছিল। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ভক্তরা আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত সরাসরি সম্প্রচার দেখতে পারবেন live.baps.org লিঙ্কে।