Barak UpdatesBreaking News

মূল গেট বন্ধ করে আন্দোলনে বিশ্ববিদ্যালয় গবেষকরা
Main gate closed, vigorous agitation launched by Research Scholars of Assam University

৬ মার্চঃ আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আন্দোলনে অচল হয়ে পড়ল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে প্রশাসনিক ভবনের সামনে ধরনায় বসেছিল তারা। রাত জাগে সেখানেই। বুধবার সকাল হতেই আন্দোলন তীব্রতর করে তোলে। মূল গেট বন্ধ করে দেয়। সি-পেট এবং বি ফার্মার একাংশ ছাত্রছাত্রীও তাদের  সঙ্গে যোগ দেয়। ফলে সকালের বাসে যে সব ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকারা বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে পৌঁছেছেন, তাঁরা দাঁড়িয়েই রয়েছেন।

গবেষক সংস্থার সভাপতি মিলন দাস বলেন, ২০১৭ সাল থেকে ফেলোশিপ আটকে রয়েছে। বহু আবেদন-নিবেদন করেও সাড়া মেলেনি। তাই তারা এমন আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। এ ছাড়াও, অভ্যন্তরীণ রাস্তা সংস্কার, বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহও তাদের দাবিসনদে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সঞ্জীব ভট্টাচার্য মঙ্গলবার জানিয়েছিলেন, তাদের ফেলোশিপের অর্থ প্রদান শীঘ্র শুরু হবে। কিন্তু মিলনবাবু জানান, মৌখিকভাবে এমন কথা তাঁরা আগেও শুনেছেন। পরে কার্যকর হয় না। তাই তিনি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির অনুরোধ করেন। বিজ্ঞপ্তি জারি ছাড়া আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়ে রাখেন তিনি।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker