India & World UpdatesAnalyticsBreaking News
মহিলা সংরক্ষণ বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
নতুনদিল্লি, ১৮ সেপ্টেম্বর : মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। সোমবার সন্ধ্যায় সংসদের বিশেষ অধিবেশনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা বৈঠক করে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী মোদি সহ অন্য মন্ত্রীরা। বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়নি, তবে মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে বৈঠকে মহিলা সংরক্ষণ বিল অনুমোদন করা হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার বা বুধবার বিশেষ অধিবেশনে এই বিলটি লোকসভায় পেশ করা হতে পারে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই এই বিল পেশের দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে অধিকাংশ বিরোধী দলই একমত হয়েছে। যদিও এসপি, বিএসপির মতো দল বিলের বিরোধিতা করেছে আগেই। তারা দাবি করে এই সংরক্ষণের মধ্যে তফশিলি জাতি ও উপজাতির জন্য আলাদা সংরক্ষণের। লোকসভা ভোটের আগে এ বার লোকসভায় এই বিল পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। এ বিষয়ে সোমবার রাতের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।