NE UpdatesAnalyticsBreaking News
প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮৫ শতাংশ নম্বর টেট থেকে, সিদ্ধান্ত ক্যাবিনেটে
গুয়াহাটি, ২৫ আগস্ট ঃ রাজ্যের প্রাথমিক শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের এক পরিবর্তন ঘটাল রাজ্য সরকার। এ বার নিয়োগের ক্ষেত্রে সাধারণ যোগ্যতা বা বিএড পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে টেট পরীক্ষার ফলাফলের ওপর। এখন থেকে প্রাথমিক শিক্ষকের চাকরি পেতে হলে টেটের ফলাফলের ওপর ৮৫ শতাংশ নম্বর নির্ভর করবে। শুক্রবার গুয়াহাটিতে ১০০তম ক্যাবিনেট বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
খারঘুলির ব্রহ্মপুত্র অতিথি শালায় অনুষ্ঠিত এই ক্যাবিনেট বৈঠক এ দিন সকাল ১১টা থেকে শুরু হয়। এই বৈঠক টানা চলে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত। হিমন্তবিশ্ব মন্ত্রীসভার সব মন্ত্রীই এই দীর্ঘ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্যাবিনেটের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, এতোদিন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড, শিক্ষাগত যোগ্যতা ও টেটের ফলাফল তিনটিকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে, ছেলেমেয়েরা বিভিন্ন ওপেন স্কুলে গিয়ে বেটারমেন্ট দিয়ে শিক্ষাগত যোগ্যতার নম্বর বাড়িয়ে আনে। এর পাশাপাশি আসামের বাইরে গিয়ে বিএড করে প্রচুর সংখ্যক নম্বর নিয়ে আসে। সেজন্য রাজ্য সরকার এ ব্যাপারে একটি পরিবর্তন নিয়ে এসেছে।
মুখ্যমন্ত্রী বলেন, নিয়োগের জন্য মোট নম্বর হিসেব করতে গিয়ে শিক্ষাগত যোগ্যতা ও বিএড-এর ভ্যালু শুধুমাত্র ৫ ও ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে। বাকি ৮৫ শতাংশ নম্বর যাচাই করা হবে টেট পরীক্ষা থেকেই। তিনি বলেন, আর্থিক কারণে যে সব ছাত্রছাত্রী আসামের বাইরে গিয়ে শিক্ষাগত যোগ্যতা বা বিএডে ভাল নম্বর নিয়ে আসতে পারে না, সেইসব পড়ুয়াদের সহায়তা করার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এ দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তবে উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের নম্বরের একটা অংশ এক্ষেত্রে আসবে বলে তিনি এ দিন উল্লেখ করেছেন। তবে টেটের মার্কশিটই হবে শিক্ষক নিয়োগের মূল আধার।