Barak UpdatesBreaking News

এনআরসি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের কথা মানলেন বিদেশ প্রতিমন্ত্রী
India is fully prepared to face any challenge, says Union Minister of State V.K. Singh

২৭ ফেব্রুয়ারি : এনআরসি তৈরি করে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়। একটি উত্তম ভাবনা-চিন্তা নিয়ে এনআরসি করা হয়েছে। কিন্তু বিভিন্ন রাজ্যে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলাদা আলাদা ভয় কাজ করছে। বুধবার শিলচরে এসে এ মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত সেনা প্রধান তথা কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, এন আর সি নিয়ে মানুষ ভীত হয়ে পড়ছেন। যারা অনেকদিন ধরে এ অঞ্চলে বাস করছেন, তাঁরা নিজেদের অস্তিত্বের প্রশ্নে আতঙ্কিত হয়ে পড়েছেন।

‘ভারত কে বাত মোদি কে সাথ’ শীর্ষক কর্মসূচির অঙ্গ হিসেবে জনগণের সঙ্গে কথা বলতে বুধবার একদিনের শিলচরে সফরে এসেছেন বিদেশ প্রতিমন্ত্রী। এ দিন তিনি শিলচরে এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে এখানকার বিভিন্ন সংস্থা ও সংগঠনের সঙ্গে কথা বলবে বিজেপি। তিনি সঙ্গে যোগ করেন, বিজেপি কোনও ম্যানিফেস্টো নিয়ে চলে না।

পুলওয়ামার ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রাক্তন এই সেনা প্রধানকে চেপে ধরেন। দেশে এতো নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে জঙ্গিরা বিশাল পরিমাণ বিস্ফোরক সামগ্রী নিয়ে ভারতীয় জওয়ানদের ওপর আক্রমণ করল, তার জবাবে মন্ত্রী বলেছেন, সারা বছর জুড়ে সেনাকে সজাগ থাকতে হয়। ৩৬৫ দিনের মধ্যে একটি মুহূর্তের জন্যও চোখের পলক পড়ে যায়, তখনই বড়সড় কাণ্ড ঘটে যেতে পারে। পুলওয়ামা ঘটনা সে রকমই হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, একইসঙ্গে সন্ত্রাসবাদীদের মস্তিষ্কও সজাগ রয়েছে। এই জঙ্গিগোষ্ঠিগুলো নিজেদের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ফলে সবসময় সেনাকে সজাগ থাকতে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker