NE UpdatesAnalyticsBreaking News

সেপ্টেম্বরে গ্রামে গিয়ে রাত কাটাবেন মন্ত্রী আমলারা, সিদ্ধান্ত সরকারের

গুয়াহাটি, ২২ জুলাই : শহরে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা অনেকেই পেয়ে থাকেন, কিন্তু সে তুলনায় গ্রামের মানুষ সেই সুবিধা পান কিনা তা খতিয়ে দেখবে রাজ্য সরকার। গ্রামে গিয়ে মন্ত্রীরাই এবার জেনে নেবেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রাপকরা কতটা উপকৃত হয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ১৫ দিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা গ্রামে গিয়ে থাকবেন। সরকার মানুষের স্বার্থে বহু প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু সেগুলোর সুবিধা প্রকৃত হিতাধিকারীরা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখাই মূল উদ্দেশ্য।

মুখ্যমন্ত্রী এদিন জানান, তিনি নিজে এবং রাজ্যের  মন্ত্রীরা প্রত্যেকে ১৫ দিনের জন্য গ্রামে গিয়ে থাকবেন। এর পাশাপাশি বিধায়ক ও সাংসদরা সাত দিনের জন্য এবং ৫০০০ থেকে ৬০০০ সরকারি কর্মচারী তিন দিনের জন্য গ্রামে থাকবেন। তবে একসঙ্গে ১৫ দিনের জন্য নয়, এর মাঝে ব্যবধান থাকবে। অবশ্য প্রত্যেককে গ্রামের বাসিন্দাদের ঠিক করে দেওয়া স্থানেই রাত কাটাতে হবে। সরকারি বাংলো কিংবা গেস্ট হাউসে থাকা চলবে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ১৫ দিন কাটানোর সময় মন্ত্রীরা গ্রামের সরকারি বিদ্যালয়গুলো ঘুরে দেখবেন, অরুণোদয় রেশন কার্ড ইত্যাদি থেকে গ্রামের যেসব ব্যক্তি বাদ পড়েছেন তার একটি তালিকা তৈরি করবেন। রাজ্যের মোট ২৮ হাজার গ্রামে এই পদক্ষেপ চালানো হবে। রাজ্য সরকারের বাকি থাকা আড়াই বছরের কার্যকালের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker