Barak UpdatesAnalyticsBreaking News
১৯ এপ্রিল থেকে প্ল্যাটিনাম জুবিলি উৎসব শুরু করিমগঞ্জ কলেজে
ওয়ে টু বরাক, ১৪ এপ্রিল : করিমগঞ্জ কলেজের প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। আগামী ১৯, ২০ ও ২১ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। ২০ এপ্রিল অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগুকে। ২১ এপ্রিল শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসামের রাজ্যপাল গুলাবচান্দ কাটারিয়া।
তিনদিনের অনুষ্ঠানে থাকবে নানা সাংস্কৃতিক কার্যসূচি। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলা শহরের নানা সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এছাড়াও বিশেষ সংগীত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন জি বাংলা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য। তিনদিনের এই উৎসবের বিস্তারিত জানিয়েছেন কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী, কলেজ পরিচালন সমিতির সভাপতি মৃণালকান্তি দত্ত, এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস প্রমুখ।