CultureBreaking News
সঙ্গীত নাটক অ্যাকাডেমির শাস্ত্রীয় সম্মেলনে গাইলেন মেঘরাজMeghraj performs in Sangeet Natak Academy’s classical music conference
২১ ফেব্রুয়ারি : সঙ্গীত নাটক অ্যাকাডেমির ব্যবস্থাপনায় গুয়াহাটিতে অনুষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীতে সম্মেলনে অংশ নিলেন শিলচরের নতুন প্রজন্মের গায়ক মেঘরাজ চক্রবর্তী। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ছিল এই অনুষ্ঠান।
মেঘরাজ দ্বিতীয় দিন তাঁর অনুষ্ঠান উপস্থাপন করেন। বিখ্যাত সরোদ শিল্পী তরুণ কলিতার মতো প্রচুর সংখ্যক শিল্পী ও বোদ্ধা শ্রোতাদের উপস্থিতিতে মেঘরাজ এ দিন পুরিয়া কল্যাণ রাগে বিলম্বিত একতাল ও মধ্যলয়ের তিনতালে খেয়াল পরিবেশন করেন।
প্রায় ৪০ মিনিট খেয়াল গাওয়ার পর তিনি ঠাকুরদা বরাকের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রয়াত সুরেন চক্রবর্তী রচিত মিশ্র মাঝ খাম্বাজ রাগে একটি দাদরা পরিবেশন করেন।
এ দিনের অনুষ্ঠানে মেঘরাজকে তবলায় সহযোগিতা করেন গুয়াহাটি তথা উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত তবলা বাদক দেবাশিস ভট্টাচার্য। হারমোনিয়মে ছিলেন মেঘরাজের বাবা তথা সঙ্গীতগুরু অমরেন্দ্র চক্রবর্তী। প্রসঙ্গত, দু’দিনের এই সঙ্গীত সমারোহে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে মেঘরাজ সহ উত্তর পূর্বাঞ্চল ও তার বাইরের অনেক শিল্পী অংশ নিয়েছেন। এর মধ্যে গ্যাংটক, ইম্ফল, আগরতলা ও গুয়াহাটির অনেক শিল্পী খেয়াল, সরোদ, গিটার ও তবলা বাদন পরিবেশন করেন।