Barak UpdatesAnalyticsBreaking News
৬-৮ এপ্রিল শিলচরে স্বাস্থ্যসেবা উৎসব
ওয়ে টু বরাক, ৪ এপ্রিল ঃ রোগীদের সুরক্ষিত করার পাশাপাশি উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান কার্যকর করার লক্ষ্যে আগামী ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিলচরে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা উৎসব আয়োজিত হবে।
মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর জানান, সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড়ের ৪২টি স্বাস্থ্যকেন্দ্রে উৎসবের আয়োজন করতে চলেছে স্বাস্থ্য বিভাগ। উৎসবে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক, স্বাস্থ্যকর্মী সহ গুয়াহাটি থেকে আসা বিভিন্ন সরকারি আধিকারিক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে ৪২টি স্বাস্থ্যকেন্দ্রের পর্যবেক্ষণ করবেন।
তিনি জানান, স্বাস্থ্য সেবা উৎসব ২০২৩ এর আধিকারীকদের পর্যবেক্ষণের দ্বারা ৭০ শতাংশ পাওয়া স্বাস্থ্য কেন্দ্রকে এ গ্রেড, ৫০ থেকে ৬৯ শতাংশ পাওয়া কেন্দ্রকে বি গ্রেড ও ৫০ শতাংশ শতাংশ পাওয়া স্বাস্থ্য কেন্দ্রকে সি গ্রেড দেওয়া হবে। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আসামে শুরু হওয়া “স্বাস্থ্য সেবা উৎসবের” মাধ্যমে সামগ্রিকভাবে রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নতিকরণ ও জনসাধারণকে গুণগতমান সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান সহ অন্যান্য বিভিন্ন বিষয় আগামীতে বিশেষ ভূমিকা পালন করবে বলেও এ দিন আশা প্রকাশ করেছেন অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর।