NE UpdatesAnalyticsBreaking News

নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১ না ১৯৫১, মঙ্গলবার শুনানি

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি : আসামে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১ না ১৯৫১, এ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি গ্রহণ করা হবে। ১৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এই শুনানি গ্রহণ করবে। আসামে খিলঞ্জিয়ার সংজ্ঞা নির্ধারণে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার এ ব্যাপারে ১৯৭১-এর পক্ষে শপথনামা দাখিল করেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি পি নরসিমা, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি মুকেশ রাসিকভাই শাহ ও বিচারপতি কৃষ্ণ মুরারির ৫ জনের সাংবিধানিক বেঞ্চে অসম সম্মিলিত মহাসংঘের নাগরিকত্ব সম্পর্কিত বিষয়ের শুনানি অনুষ্ঠিত হবে। নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১ হবে না ১৯৫১ হবে, তা সাংবিধানিক বেঞ্চ চূড়ান্ত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker