Barak Updates
৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌছল মেঘালয়ে
শিলং, ৩ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের জন্য মেঘালয়ে শুক্রবার প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। এদিন ৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী বা সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্সেস রাজ্যে এসে পৌঁছানোর খবর সংবাদ মাধ্যমকে জানান মেঘালয়ের মুখ্য নির্বাচন আধিকারিক এফআর খারকোংগর।
বিধানসভা নির্বাচন উপলক্ষে এবার মেঘালয়ে ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। প্রথম দফায় শুক্রবার ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছেন রাজ্যে। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে রাজ্যে নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য বাকি ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। জানা গিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন পর্ব মিটলেই বাকি ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেঘালয়ে এসে পৌঁছাবে। আগামী ২৭ তারিখ মেঘালয় ছাড়াও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন রয়েছে।