Barak UpdatesAnalyticsBreaking News

শুক্রবার নৃত্যায়নের বার্ষিক অনুষ্ঠানে সেরা আকর্ষণ নৃত্যনাট্য দেবদাসী কমলা

ওয়ে টু বরাক, ২৯ ডিসেম্বর : প্রতি বছরের ন্যায় এবারও পালিত হচ্ছে নৃত্যায়নের বার্ষিক উৎসব। অনুষ্ঠান হবে ৩০ ডিসেম্বর শুক্রবার স্থানীয় রাজীব ভবনে সন্ধ্যা ঠিক সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠানের শুরুতেই থাকবে মঞ্চে একসঙ্গে ৩০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে একটি সুন্দর কম্পজিশন। এছাড়াও থাকবে ভিন্ন স্বাদের নৃত্যানুষ্ঠান। এবারের বিশেষ আকর্ষণ থাকবে নৃত্যনাট্য দেবদাসী কমলা। অষ্টম শতকে কাশ্মীরের ঐতিহাসিক কবি কলহন রচিত রাজতরংগিনী অবলম্বনে এই নৃত্যনাট্য।

এ ব্যাপারে নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার জানান, করোনাকাল কাটিয়ে দু’বছর পর এ বার নৃত্যের ডালি নিয়ে হাজির নৃত্যায়ন। এ দিনের সেরা আকর্ষণ হিসেবে থাকছে নৃত্যনাট্য ‘দেবদাসী কমলা’। তিনি বলেন, ‘ভালো কইরা বাজাও গো দোতরা সুন্দরী কমলা নাচে’ গানটি সবাই শুনেছেন। কিন্তু এই কমলার পরিচয় অনেকেরই জানা নেই। এ নিয়েই থাকবে এই উপস্থাপনা। তিনি এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য নৃত্যায়নের সবাইকে আহবান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker