Barak UpdatesBreaking News

সংস্কৃত বোর্ডের ভুয়ো সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জয়ী হিফজুর, মামলা
Case filed against Hifjur for winning Panchayat polls on the basis of fake certificate

১১ ফেব্রুয়ারি : ভুয়ো সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার বিষয় একের পর এক সামনে আসছে। রবিবার উত্তর নারাইনপুরের জিপি সভাপতি এম হিফজুর রহমান লস্করের বিরুদ্ধে আলগাপুর থানায় একটি মামলা হয়েছে।

হিফজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাধ্যমিক পরীক্ষার ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। একইভাবে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে নির্বাচন জেতার জন্য সোমবার উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রাম পঞ্চায়েতের শুক্কুর হাজিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার আলগাপুর থানায় উত্তর নারাইনপুরের জয়ী পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বাসিন্দা মুহিব উদ্দিন লস্কর। এজাহারে তিনি উল্লেখ করেন, হিফজুর রহমান ২০১৪ সালে এন আরসি-তে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন বলে তথ্য জমা করেছেন। কিন্তু ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি আসাম সংস্কৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ বলে প্রমাণপত্র দিয়েছেন। আর এই প্রমাণপত্রে রোল নম্বরটি পর্যন্ত উল্লেখ করা ছিল না। স্বভাবতই এতে গরমিল ধরা পড়ে।

তবে জিপি সভাপতি এম হিফজুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, মুহিব উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন। আর সে জন্যই তিনি এই মিথ্যা অভিযোগ এনেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker