Barak UpdatesBreaking News
মস্তক মুণ্ডন করে নাগরিকত্ব বিলের প্রতিবাদ খিলঞ্জিয়া মঞ্চের
১০ ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ফের অভিনব প্রতিবাদ জানাল খিলঞ্জিয়া মঞ্চ। এই বিলের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে শিলচরেও কয়েকটি সংগঠন গত কিছুদিন থেকে প্রতিবাদ জানিয়ে আসছে।
খিলঞ্জিয়া মঞ্চের সদস্যরা রবিবার শিলচরের মধুরামুখ পয়েন্টে প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে মস্তক মুণ্ডন করেন
এই মস্তক মুণ্ডনের প্রতিবাদ কর্মসূচিতে মঞ্চের ১৫ জন যুবক অংশগ্রহণ করেন। জয় আই অহম ইত্যাদি স্লোগানে পুরো এলাকা কাঁপিয়ে তোলেন প্রতিবাদকারীরা। সরকার বিরোধী আওয়াজ তুলে তারা সাফ জানান, কোনও অবস্থাতেই এই বিল গৃহীত হতে দেবে না মঞ্চ। এর জন্য সর্বশক্তি দিয়ে লড়ার বার্তাও দিয়ে রাখেন মঞ্চের সদস্যরা।
খিলঞ্জিয়া মঞ্চের প্রতিনিধিরা হুমকি ছুড়ে বলেন, শুধুমাত্র মস্তক মুণ্ডন নয়, প্রয়োজনে তারা মস্তক বিসর্জন দিতেও পিছপা হবেন না। এ দিন আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও পোড়ায় মঞ্চ।