NE UpdatesAnalyticsBreaking News
মঙ্গলবার শুরু জাতীয় শিশু বিজ্ঞান প্রদর্শনী, ঘোষণা পেগুর
গুয়াহাটি, ২০ নভেম্বর : আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৯তম জাতীয় শিশু বিজ্ঞান প্রদর্শনী। কলাক্ষেত্রে এ নিয়ে চারদিনের কার্যসূচির আয়োজন করা হয়েছে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। নতুন দিল্লির জাতীয় শিক্ষা অনুসন্ধান ও প্রশিক্ষণ পরিষদ এবং রাজ্যের শিক্ষা বিভাগের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।
এই প্রদর্শনীতে ২২টি রাজ্যের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। ছাত্রছাত্রীর পাশাপাশি শিশু বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং অন্য কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি যোগ দেবেন। ২২ নভেম্বর উদ্বোধনের সময় আসামের রাজ্যপাল জগদীশ মুখি, শিক্ষামন্ত্রী রণোজ পেগু, রাজ্য সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ননীগোপাল মহন্ত, এনসিইআরটির সঞ্চালক দীনেশ প্রসাদ সাকলানি প্রমুখ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এই প্রদর্শনী উপলক্ষে প্রতিদিন বিজ্ঞানভিত্তিক বক্তৃতা, কুইজ, আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্র আয়োজিত বিজ্ঞানভিত্তিক খেলাধুলো, পাখি দেখা, রাতের আকাশ দেখা এবং দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সঙ্গে ভাব বিনিময় করার সুযোগ থাকবে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।