Barak UpdatesAnalyticsCulture
শিলচরে লোকগানের কর্মশালায় আসছেন দেবদাস চৌধুরী
ওয়ে টু বরাক, ২ নভেম্বর : সংস্কার ভারতীর কাছাড় জেলা, শ্রীহট্ট সম্মিলনী শিলচর, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ শিলচর-এর উদ্যোগে তিন দিনের লোক গানের কর্মশালার আয়োজন করা হয়েছে৷ কর্মশালার প্রশিক্ষক হিসেবে আসছেন বাংলাদেশের সঙ্গীতগুরু দেবদাস চৌধুরী। শিলচরের ইলোরা হেরিটেজ হলে আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর কর্মশালা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেবদাস চৌধুরী গত ২০১৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগানের কর্মশালায় শিক্ষক ছিলেন এবং ঠিক ওই সময়েই শিলচরেও ৩ দিনের রাধারমণ পরিষদ আয়োজিত কর্মশালায় যোগ দিয়েছিলেন তিনি। এবারও আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ইলোরা হেরিটেজ হলে উন্নত পর্যায়ের কর্মশালার আয়োজন করছে এই তিনটি সংগঠন৷
তিন দিনের কর্মশালার শেষদিন থাকছে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা কর্মশালায় অংশগ্রহণ করা প্রত্যেকের হাতে শংসাপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৷
এই উদ্যোগকে সার্থক রূপদানের জন্য তিন সংস্থার পক্ষ থেকে সবার সাহায্য সহযোগিতা কামনা করা হয়েছে৷ আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মশালা দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হবে প্রথম পর্বের কর্মশালা এবং রাত সাতটা থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের কর্মশালা।
কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের স্বর্ণালি চৌধুরী, কিশোর ভট্টাচার্য, সন্তোষ চন্দ, বিশ্বতোষ দেব, অসীম ভট্টাচার্য এবং সত্যজ্যোতি দেবের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।