NE UpdatesAnalyticsBreaking News
বাংলাদেশ যাচ্ছে আসামের ৩৭ বিধায়কের প্রতিনিধি দল
ওয়ে টু বরাক, ২৬ অক্টোবর : ৬ দিনের ভ্রমণসূচি নিয়ে অসম বিধানসভার বিধায়কদের একটি দল বাংলাদেশ যাচ্ছে। ৩৭ জন বিধায়কের এই দলটির নেতৃত্ব দেবেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি। আগামী ১৫ নভেম্বর দলটি রওনা হবে।
এ দিকে, বিধায়কদের এই দলে বরাক উপত্যকার ৮ জন বিধায়ক রয়েছেন। এরা হলেন মিসবাহুল ইসলাম লস্কর, কমলাক্ষ দে পুরকায়স্থ, দীপায়ন চক্রবর্তী, করিম উদ্দিন বড়ভূঁইয়া, সুজাম উদ্দিন লস্কর, নিজাম উদ্দিন চৌধুরী, বিজয় মালাকার ও খলিল উদ্দিন মজুমদার।
এছাড়াও এই দলে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপ দলপতি রকিবুল হোসেন, রূপজ্যোতি কুর্মি, মনোরঞ্জন দাস, রমেন্দ্র নারায়ণ কলিতা, অখিল গগৈ, রেকিবুদ্দিন আহমেদ, গোবিন্দ বসুমাতারি, উতপল বরা প্রমুখ রয়েছেন। বিধায়কদের সঙ্গে দুটি সাংস্কৃতিক দলও বাংলাদেশ যাচ্ছে বলে জানা গেছে।