Barak UpdatesBreaking News
লিও ক্লাবের উদ্যোগে রেডক্রশে ক্যানসার সচেতনতাLeo Club organises Cancer Awareness at Red Cross
৪ ফেব্রুয়ারিঃ সোমবার বিশ্ব ক্যানসার দিবস পালন করল শিলচর লিও ক্লাবও। মূলত সচেতনতা শিবিরের মধ্য দিয়েই দিনটি উদযাপন করে তারা। আর সে জন্য বেছে নেওয়া হয়েছিল রেডক্রশ হাসপাতালের এএনএম প্রশিক্ষার্থীদের। তাঁদের কাছে গিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্যানসার নিয়ে বক্তব্য রাখেন লায়ন সুভাষ চৌধুরী। তিনি বলেন, ক্যানসার আজকাল মারাত্মক হারে ছড়িয়ে পড়ছে। অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে এর বড় কারণ সুপারি-জর্দা। অরুণাচলে মাংসের শুঁটকিও এর এক বড় কারণ। জম্মু-কাশ্মীরে ক্যানসার ছড়ায় হুঁকো।
তাঁর কথায়, দীর্ঘদিন ধরে জন্মনিরোধক ট্যাবলেট খেলেও ক্যানসারের আশঙ্কা থেকে যায়। ঘন ঘন রেডিয়েশন বা এক্স-রে থেকেও তা হতে পারে। আরও একটি বড় বিষয়, শারীরিক শ্রম একেবারে না করলেও কিন্তু ক্যানসার হতে পারে। তাঁর পরামর্শ, শাকসবজি বেশি করে খাবেন। ৪০ পেরোলেই নিয়ম করে মহিলারা মেমোগ্রাম করাবেন।
মহিলাদের স্তন ক্যানসারে লজ্জার কিছু নেই বলে উল্লেথ করে ইঞ্জিনিয়ার সুভাষবাবু বলেন, স্নান করতে গিয়ে মহিলাদের নিয়মিত নিজেদের স্তন পরীক্ষা করা জরুরি। দ্রুত ধরা পড়লে স্তন ক্যানসার সেরে যায়, এই প্রসঙ্গে তিনি সবাইকে সতর্ক করে দেন।
English text here