Barak UpdatesBreaking News

কেলেঙ্কারি! গুজরাটি শিল্পপতিকে কম দামে কাগজ কল পাইয়ে দিচ্ছেন মোদি: সুস্মিতা
Scandal! Modi helping Gujarati industrialist to purchase Paper Mill at low cost, alleges Sushmita

২৯ জানুয়ারি: অসমের দুটি রাষ্ট্রায়ত্ত কাগজ কলের বেসরকারি হাতে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। গুজরাটের শিল্পপতি বিএল শেঠি মিলদুটি কিনে নিতে চলেছেন। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এক মামলায় হিন্দুস্তান পেপার কর্পোরেশনের মিলগুলিকে দেওলিয়া ঘোষণা করে। ৭৫০ কোটি টাকা ন্যূনতম দর বেঁধে দেয়। একমাত্র গুজরাটের শেঠিই তা কেনার আগ্রহ দেখিয়েছেন। ৩১ জানুয়ারি ট্রাইব্যুনালে এর মালিকানা চূড়ান্ত হবে।

Rananuj

শিলচরের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এ ব্যাপারে মোদী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, মাত্র ৯৮ লক্ষ টাকা অনাদায়ে ট্রাইব্যুনালে গিয়েছিল অ্যালয় অ্যান্ড মেটাল কোম্পানি। মিল দুটি চালানোর জন্য সরকার আগ্রহী হলে ওই টাকা মিটিয়ে দিলেই মামলা শেষ হয়ে যেত। সুস্মিতা দেবের দাবি, দুটো কাগজ কলের ২০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। মামলায় নিষ্ক্রিয় থেকে মোদী অন্তত হাজার কোটি টাকা লোকসান করলেন।

গুজরাটি শিল্পপতিকে কম দামে প্রচুর সম্পদ পাইয়ে দেওয়াই তাঁর লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিলচরের সাংসদ। তিনি একে অসমের সর্ববৃহৎ কেলেঙ্কারি বলে উল্লেখ করেন। উত্পাদন বন্ধ থাকা অবস্থায় গত বছর দেড় কোটি টাকায় রেলের ইঞ্জিন কেনে পেপার কর্পোরেশন। সুস্মিতার কথায়, সব মিলিয়েই কোথায় যেন একটা গড়মিলের মিল খুঁজে পাওয়া যায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ কংগ্রেসকে পাল্টা দোষারোপ করে বলেন, এতদিন কংগ্রেসিরা এগুলো বুঝলে মিলগুলো দেওলিয়া হতো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker