Barak UpdatesBreaking News
দীপক ভট্টাচার্যের মৃতদেহ বেলা ২টা থেকে এক ঘণ্টা থাকবে শহিদ ভবনে
২৯ জানুয়ারিঃ দীপক ভট্টাচার্যের মৃতদেহ বেলা ২টা থেকে এক ঘণ্টা সকলের শ্রদ্ধা জানানোর জন্য মালুগ্রাম শহিদভবনে শায়িত রাখা হবে। এই সময়ে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে হাইলাকান্দিতে। সেখান থেকেই ১৯৭৮ সালে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তাঁরও ইচ্ছে ছিল, একবার হাইলাকান্দি যাবেন।
হাইলাকান্দি থেকে সোজা শিলচর মালুগ্রামস্থিত শহিদ ভবনে। ৩টায় তাঁর দেহ নিয়ে মিছিল বেরোবে। প্রথমে বঙ্গভবনে। সেখান থেকে বিভিন্ন সংস্থা-সংগঠনের সামনে দিয়ে শিলচর শ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএমের প্রদেশ কমিটির পক্ষ থেকে শেষশ্রদ্ধা জানানোর জন্য একজন নেতাকে পাঠানো হয়েছে। তিনি সম্ভবত আড়াইটার মধ্যে শিলচর এসে পৌঁছে যাবেন।