Barak UpdatesBreaking News
এনআরসিঃ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে অনলাইনে সংশোধনNRC: Online correction date extended till 28 February
২৮ জানুয়ারিঃ অনলাইনে এনআরসি-র নাম সংশোধনের অন্তিম সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হল৷তবে তা শুধুই অনলাইনে কার্যকর হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই কাজ সেরে নিতে বলা হয়েছিল আগে । কিন্তু পোর্টাল সংক্রান্ত জটিলতা, ছুটিছাটা ইত্যাদি কারণে এই সমসয়সীমা বাড়ানোর দাবি উঠেছিল। শেষপর্যন্ত সোমবার এনআরসি-র স্টেট কো-অর্ডিনেটর এই দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Kind attention – Last date to avail name etc correction facility via online mode has been extended up to 28th February 2019.
— NRC Updation Assam (@NRCupdateAssam) January 28, 2019
বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাধারণ সম্পাদক সব্যসাচী রায় জানিয়েছেন, হাজেলা তাঁকেও হোয়াটসআপে সময়সীমা বাড়ানোর খবর জানিয়েছেন৷ তাঁরা গত ২৩ জানুয়ারি এ ব্যাপারে আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন,চূড়ান্ত খসড়ায় অধিকাংশ বঙ্গভাষীর তথ্যে ভুল থাকার কথা দরুন এখন পর্যন্ত অনেকেই এই তথ্যগুলো সংশোধন করতে পারেননি এবং ৩১ জানুয়ারির মধ্যে সকলের পক্ষে তা করাও সম্ভবপর হয়ে উঠবে না। বরাক বঙ্গের দাবির প্রতি সম্মতি প্রকাশ করেই অনলাইনে সংশোধনের সময়সীমা আরও একমাস বাড়ানো হল বলে জানান সব্যসাচীবাবু৷
English text here