Barak UpdatesAnalyticsBreaking News
দুই অভিযুক্তের মৃত্যুর ঘটনার ম্যাজিস্টেরিয়াল তদন্ত ৫-৬ জুলাইCustodial death: Magisterial Enquiry ordered
৪ জুলাই : কাছাড় জেলার লক্ষীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা বিডিও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানিয়েছেন, কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুরের দুই অভিযুক্ত আবু হুসেন এবং কামরুল ইসলাম বড়ভুইয়ার মৃত্যুর ঘটনায় যারা শিলচর পিএস মামলা নং ১৫৮৪ / ২১-এর সঙ্গে জড়িত, তারা পুলিশ গ্রেপ্তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই দুই অভিযুক্তের মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য লক্ষীপুরের বিডিও অবিনাশ পালকে ম্যাজিস্টেরিয়াল তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এই মামলার সঙ্গে সম্পর্কিত যে কোনও ব্যক্তি, মৃত সাক্ষীর আত্মীয়/পরিজন ও সংশ্লিষ্টরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ লক্ষীপুরের বিডিওর অফিস চেম্বারে উপস্থিত থাকতে পারেন। তাদের বিবৃতি রেকর্ড করার জন্য ৫ ও ৬ জুলাই বিডিওর অফিসের চেম্বারে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে l