Barak UpdatesBreaking News

সক্ষমের শিবিরঃ ৪০ দিনে স্পষ্ট বলছে বছর তেরোর সুনীতা
Saksham camp: 13-year old Sunita now speaks clearly within just 40 days

২৪ জানুয়ারিঃ স্কুলে পড়লেও কাছাড়ের অন্তত ৮০জন ছাত্র কথা বলতে পারে না। কত শিশু যে কথা বলতে পারে না বলে স্কুলের দরজা মাড়ায়নি। তাদের অধিকাংশের সামান্যই সমস্যা থাকে। উপযুক্ত চিকিতসা পেলে তারা কথা বলতে পারত। কিন্তু এই অঞ্চলে যেহেতু কোনও স্পিচ থেরাপিস্ট নেই, বোবা শিশুদের পরিবার সে জন্য প্রয়োজনীয় পরামর্শও পায় না। শিলচরে মেডিক্যাল কলেজ থাকলেও এ নিয়ে ভাবা হয়নি এখনও। তাই এ নিয়ে কাজ শুরু করেছে সক্ষম নামে এক এনজিও। চালু করেছে প্রণব নামে এক প্রকল্প । এর অধীনে প্রতি মাসে তাঁরা স্বাস্থ্য শিবির করছে। ২৯ নভেম্বর প্রথম শিবিরটি শিলচরে মাই হোম ইন্ডিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সে দিন মোট ১৮জন নাম লিখিয়েছিলেন। তাদের মধ্যে সপ্তম শ্রেণির পড়ুয়া সুনীতি নমঃশূদ্র এই কিছুদিনেই কথা স্পষ্ট করতে সক্ষম হয়েছে।

Rananuj

তার মা রেবতী নমঃশূদ্র জানান, আগে সে মনের ভাব উচ্চারণ করলেও তা দিয়ে কথা হয়ে উঠত না। তবু মা-বাবা কিছুটা বুঝে নিতে পারতেন। কিন্তু ৪০ দিনের প্রশিক্ষণে সুনীতা স্পষ্ট উচ্চারণে শুনিয়ে দিয়েছে, নিজের নাম, মা-বাবার নাম, স্কুলের নাম ইত্যাদি।

সক্ষম-এর প্রধান কর্মকর্তা মিঠুন রায়

সক্ষম-এর প্রধান কর্মকর্তা মিঠুন রায় জানান, এই সাফল্যের পেছনে তাদের বিশেষ কৌশলেরও ভূমিকা রয়েছে। তারা অন্যান্য চিকিতসার মত শুধু রোগীদের পরামর্শ দেন না। মূল প্রশক্ষিণটা দেওয়া হয় মা-বাবাকে। যে কোনও একজনকে শিবিরে রেখে দিনে-রাতে শেখানো হয় এই ধরনের শিশুদের সঙ্গে কীভাবে বলতে হবে, চলতে হবে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর অভিনন্দন ভট্টাচার্য বলেন, সুনীতার দ্রুত ফল পাওয়ার পেছনে বড় কৃতিত্ব হল তার কান। মেয়েটির কান ভাল থাকায় নির্দেশ পৌঁছাতে কোনও অসুবিধে হয়নি। অধিকাংশ ক্ষেত্রে যা সম্ভব হয় না।

মিঠুনের দাবি, শুধু সুনীতাই নয়, ১৮জনের মধ্যে ১১ শিশু-কিশোর স্পিচ থেরাপিতেই কথা বলতে সক্ষম হবে। হাইলাকান্দিতেও শিবির করেছিলেন তারা। তাঁর আশা, সেখানকার ১১জনের অন্তত ৭জন কথা বলতে সক্ষম হবে।

শুধু বোবাদের কথা ফোটানোই নয়, প্রণব প্রকল্পে ঠোঁট কাটা, তালু চেরাদেরও চিকিতসা করা হচ্ছে। গত সপ্তাহে এই ধরনের তিনটি শিশুর বিনা মূল্যে অপারেশন করানো হয়। ডা. সঙ্কর্ষণ চৌধুরী কলকাতা থেকে এসে এখানে এই অপারেশনগুলি করেন।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker