Barak UpdatesBreaking News
ধৃত রোহিঙ্গাদের জেলে পাঠাল আদালতArrested Rohingiyas sent to jail by the court
২২ জানুয়ারিঃ করিমগঞ্জে ধৃত রোহিঙ্গাদের নারী-পুরুষ-শিশু নির্বিশেষে জেলে পাঠানোর নির্দেশ দিল আদালত। ৮ পুরুষ সদস্যের ১০দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মঙ্গলবার একেবারে শেষ বেলায় তাদের আদালতে হাজির করায় বিচারক সেই আর্জি শুনতেই রাজি হননি। বুধবার পুলিশের আবেদনের ওপর শুনানি হবে।
মঙ্গলবার আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার বাসে অসম-ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়ে মোট ৩০জন রোহিঙ্গা। জেরায় জানা গিয়েছে, তারা মায়ানমারেরই বাসিন্দা। ছয় বছর আগে বাংলাদেশ হয়ে কলকাতায় ঢুকেছিল। সেখান থেকে যায় জম্মু-কাশ্মীরে। তাদের কথায়, সেখানে তাদের শরণার্থী শিবিরে রাখা হয়েছিল। কিন্তু শীতের দিনে খুব কষ্ট পেতে হয় বলে এ বার বেরিয়ে পড়েছিল সেখান থেকে। দুই দালালের সাহায্যে চলে যায় আগরতলায়। কিন্তু সেখানে গিয়ে দেখে, বিদেশি ইস্যুতে বনধ, মারপিটের ঘটনা ঘটছে। তারা তখন জম্মুতেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দালালদের মাধ্যমেই রওয়ানা হয়েছিল। বাসে চেপে যাচ্ছিল গুয়াহাটি। সেখান থেকে ট্রেনে যেত জম্মুতে।
English text here