Barak UpdatesSportsBreaking News
বরাক ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : বরাকভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরুর কথা ঘোষণা করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়। এরপর শিলচর ডিএসএ-র ইন্ডোরে শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা।
সকাল সাড়ে এগারোটায় পতাকা উত্তোলনের মাধ্যমে আসরের সূচনা করেন সংস্থার সভাপতি আশুতোষ রায়। জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি তথা শিলচর ডিড়সএ-র সভাপতি বাবুল হোড়। আয়োজক সংস্থার পক্ষ থেকে স্বাগত ভাষণ পেশ করেন সদস্য প্রবীর দাস। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি শঙ্কর দাস। অনুষ্ঠান পরিচালনা করেন মন্টু শুক্লবৈদ্য। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন আশুতোষ রায়, বাবুল হোড়, পার্থপ্রতিম ঘোষ, সুজন দত্ত, নন্দদুলাল রায়, অজয় চক্রবর্তী, উত্তম চৌধুরী, সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৩ বিভাগের বালকদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেযেছেন দেবাশিস সিনহা, রিষু সিনহা ও এনজি ওয়াইফাবা। দেবাশোস ২১-৯ ব্যবধানে হারালেন অমিতেষ গোয়ালাকে। রিষু ২১-২ ব্যবধানে জয় পেলেন রোহিত দেবের বিপক্ষে। ওয়াইফাবা ২২-২০-এ হারালেন সুজিত সিনহাকে।
অনূর্ধ্ব ১৩ বালিকা বিভাগের সেমিফাইনালে প্রবেশ করলেন অর্পিতা সিংহ ও সোমাক্ষী সিনহা। অর্পিতা হারালেন অনুষ্কা সিনহাকে। ফল ২২-২০। অন্যদিকে, সোমাক্ষী জিতলেন আরতি দিংহের বিপক্ষে। ফল ২১-৫।
অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সঞ্জীব শর্মা, টি এইচ সঞ্জু সিংহ,রাম মোহন, বীর্জু, এম ওয়াইথৈবা সিংহ, কমলজিৎ সিংহ। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের সেমিফাইনালে প্রবেশ করেছেন রুদ্রাণী সুর, বিনতা সিংহ, অন্বেষা দেব। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে খেলা। চলবে রাত নয়টা পর্যন্ত।