Barak UpdatesBreaking News

শ্রীজাত পর্বঃ আয়োজকদেরও দোষারোপ করল সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
Srijato episode: Organisers were also blamed by Sammilito Sanskritik Mancha

১৫ জানুয়ারিঃ মঙ্গলবার বৈঠকে বসে শ্রীজাত পর্ব পর্যালোচনা করে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। বিভিন্ন দিক থেকে শনিবারের ঘটনার চুলচেরা বিশ্লেষণ হয়। শ্রীজাতের সভা ভণ্ডুল করার ঘটনাকে তাঁরা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। এই ধরনের কর্মকাণ্ডের ধিক্কার জানান সবাই। সঙ্গে প্রশ্ন ওঠে, শ্রীজাতের মতো একজন কবিকে কলকাতা থেকে আনা হল, কিন্তু তাঁর সুরক্ষায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না কেন? বিশেষ করে, শ্রীজাত শিলচরে পৌঁছানোর পর যখন সামাজিক মাধ্যমে নানা কথা চলতে থাকে, তখন তাদের কি সতর্ক হওয়া উচিত ছিল না?

তা ছাড়া, অনুষ্ঠান করলে আয়োজকদেরই সমস্ত দায়দায়িত্ব নিতে হবে বলে জেলাশাসক  জানিয়ে দেওয়ার পরও কেন তাঁরা অন্যান্যদের সঙ্গে আলোচনা করলেন না? এমন এক ঘটনার তিনদিন পরও ‘এসো বলি’-র চুপচাপ থাকা নিয়েও প্রশ্ন ওঠে।

মঞ্চের কর্মকর্তারা সেদিনের বিক্ষোভকারীদের স্মরণ করিয়ে দেন, কে কী লিখবেন, কী ভাববেন, তা লেখক-শিল্পীদের ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। তাঁদের কথায়, কাউকে সভা করতে না দেওয়া বা হামলার চেষ্টা মেনে নেওয়া যায় না। এই ধরনের পরিস্থিতি হলে আন্দোলনমুখী হতে হবে। নিখিল পাল, অজয় রায়, পীষূষ কান্তি দাস, যশোবন্ত দাস, সুবীর ভট্টাচার্য সহ সবাই একবাক্যে বলেন, শ্রীজাতকে অপমান আমাদের অপমান। তবে ওই দিনের ঘটনার প্রেক্ষিতে মঞ্চ কোনও আন্দোলন সূচি চূড়ান্ত করেনি।

দশরূপক ক্লাবঘরে আয়োজিত সভায় অন্যান্য বিষয়েও আলোচনা হয়। পৌরোহিত্য করেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উপসভাপতি প্রদীপ দাস।

English text here

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker