Barak UpdatesBreaking News
৮০ শতাংশ নম্বর পেয়েও ভর্তি হয়নি মালুগ্রাম গার্লসে, আন্দোলনে গৈরিক ভারত
১৪ জানুয়ারি : অনেকেরই প্রাপ্ত নম্বরের হার ৬০ শতাংশের উপর। কিন্তু তাদের ভর্তি করা হয়নি মালুগ্রাম গার্লস হাইস্কুলে। এ নিয়ে সোমবার স্কুলের সামনে গিয়ে প্রতিবাদ জানাল গৈরিক ভারত। সংগঠনের সদস্যরা এজন্য স্কুলের প্রধান শিক্ষিকাকে দায়ী করেছেন।
মালুগ্রাম গার্লস হাইস্কুলের বেশ কিছু ছাত্রী ভাল নম্বর পেয়েছে। অপর্ণা দাস নামে এক ছাত্রীর নম্বর ৭৯.৬ শতাংশ। কিন্তু এই মেয়েটিও মার্কস কম থাকার জন্য ভর্তি হতে পারেনি। ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে অনেকেই রয়েছে। সবারই এক অবস্থা। গৈরিক ভারত এসে প্রতিবাদ শুরু করলে প্রধান শিক্ষিকা রূপা পাল জানান, তাদের স্কুলে আসন সংখ্যা সীমিত। তাই মার্কশিটে নম্বর দেখেই ভর্তি করা হয়নি। এজন্য পড়ুয়াদের ২৫ নম্বরের মধ্যে একটি ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। যারা ৭.৫ পাশ নম্বর পেয়েছে, তাদের ভর্তি করা হয়েছে। অপর্ণার মতো অন্যরা ভর্তি পরীক্ষায় পাশ নম্বর পায়নি বলে তাদের স্কুলে নেওয়া হয়নি।
প্রধান শিক্ষিকার এই যুক্তি মানতে রাজি হননি গৈরিক ভারতের সদস্যরা। তারা বলেছেন, যে মেয়েরা ৬০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে, তারা ভর্তি পরীক্ষায় ৩০ শতাংশ নম্বর পাবে না, এমন হওয়ার নয়। পরে অবশ্য শিক্ষিকা বিষয়টি স্পষ্ট না করেই চলে যান। এতে প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেন, এ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন। এমনকি বিধায়কের গোচরেও বিষয়টি নেওয়া হবে।
প্রসঙ্গত, মালুগ্রাম এলাকার তিনটি ওয়ার্ডের গরিব পরিবারের মেয়েরা এই স্কুলে পড়াশোনা করছে। অষ্টম শ্রেণির পরীক্ষায় ভাল নম্বর পাওয়া সত্ত্বেও ভর্তি পরীক্ষায় তাদের আটকে দেওয়ায় বিরাট সমস্যায় পড়েছে তারা। আর এ নিয়েই আন্দোলন করছে গৈরিক ভারত।