Barak Updates
সিন্ডিকেট? পত্রিকায় কেন, মুখ্যমন্ত্রীকে বলুন, দিলীপকে কবীন্দ্র
১ জানুয়ারিঃ লোকসভা ভোটের আগে কাছাড় বিজেপির ভেতরের লড়াইটা পোক্ত অবস্থান নিতে চলেছে। সিন্ডিকেট ইস্যুতে বিধায়ক-এসপি বিরোধে দলীয় নেতৃত্ব যতটা না এসপি-কে দুষছেন, এর চেয়ে বেশি বলছেন বিধায়ক দিলীপকুমার পালের উদ্দেশে। জেলা সভাপতি কৌশিক রাইয়ের সোজাসাপ্টা কথা, ‘সিন্ডিকেট নিয়ে আমাদের গবেষণার কী দরকার ! সরকার দেখবে ওই সব।’ এই বিরোধের দরুন সবদিকে যথাবিহীত ব্যবস্থা হচ্ছে বলেও মন্তব্য করেন কৌশিকবাবু। ‘সবদিকে’ বলতে রাকেশ রৌশন এবং দিলীপ পাল উভয়কেই ইঙ্গিত করেন তিনি। কবীন্দ্র পুরকায়স্থও সাংবাদিক ডেকে দিলীপবাবুর নানা মন্তব্যকে ভালো নজরে দেখছেন না। তাঁর কথায়, পত্রপত্রিকায় না বলে নেতৃবৃন্দের উচিত সে সব কথা মুখ্যমন্ত্রীকে বলা। তিনি অবশ্য কৌশিকবাবুর মতো দিলীপ পালের অভিযোগকে উড়িয়ে দেননি। বরং বলেন, ‘এমএলএ যখন বলছেন, নিশ্চয়ই তথ্যপ্রমাণ তাঁর হাতে রয়েছে। নইলে বলতেন না।’ তবে শাসক দলের বিধায়কদের সাবধানে পা ফেলতে পরামর্শ দেন বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ। তাঁর বক্তব্য, এমনভাবে চলতে হবে, সংগঠনে যেন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়।
কবীন্দ্রবাবু তাল মেলানোর চেষ্টা করলেও কৌশিক রাই তাঁর দিলীপ-বিরোধী অবস্থান সাংবাদিক বৈঠকেও স্পষ্ট করে দেন। দিলীপবাবু বলেছিলেন, সঠিক সময়ে আরও মুখ খুলবেন। ওই প্রেক্ষিতে কৌশিক রাইয়ের কটাক্ষ, ‘সঠিক সময়টা কবে আসবে, জানি না। আমি চাই সঠিক সময় অবিলম্বে হোক।’
English text here