Barak UpdatesBreaking News
শুক্রবার বঙ্গ ভবনে গ্রন্থাগারের দ্বারোদঘাটন, উন্মোচিত হবে স্মারকগ্রন্থ
২৭ ডিসেম্বর : শিলচর বঙ্গভবনে শুক্রবার, ২৮ ডিসেম্বর নতুন গ্রন্থাগারের দ্বারোদ্ঘাটন হচ্ছে। বাংলা সাহিত্য জগতের দুই প্রথিতযশা ব্যক্তিত্ব জগদীশ ভট্টাচার্য ও দেবীপদ ভট্টাচার্যের ব্যক্তিগত সংগ্রহে থাকা বইয়ের সম্ভারে এই বঙ্গভবন গ্রন্থাগারের উদ্বোধন করবেন জগদীশ ভট্টাচার্যের ছেলে ড. রঞ্জন ভট্টাচার্য এবং দেবীপদ ভট্টাচার্যের ছেলে শুভায়ু ভট্টাচার্য। এ নিয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটি।
বরাক বঙ্গের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী জানালেন, বঙ্গভবনের শেফালিকা রায় স্মৃতি প্রেক্ষাগৃহে ২৮ ডিসেম্বর সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে শুরু হবে অনুষ্ঠান। এতে শিলচরে অনুষ্ঠিত সুরমা সাহিত্য সম্মিলনীর দ্বিতীয় অধিবেশনের শতবর্ষ পূর্তি ও শ্রীভূমি পত্রিকা প্রকাশের শতবর্ষ উদযাপন সমিতির স্মারকগ্রন্থটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বনাথ রায়। এছাড়া বিশিষ্ট প্রাবন্ধিক আবিদ রাজা মজুমদারের ‘ভাষা আন্দোলনের স্মৃতি’ গ্রন্থটি উন্মোচন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী।
তৈমুর রাজা চৌধুরী আরও বলেন, শিলচর শহরে প্রথম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯১৪ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর। ওই সময়ই শ্রীভূমি পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এর সঙ্গে সঙ্গতি রেখেই বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতি অনুষ্ঠানের আয়োজন করে। এ দিন সুরমা সাহিত্য সম্মিলনীর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশিষ্ট লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য। তিনি জানান, ইতিহাস ঘেঁটে সুরমা সাহিত্য সম্মিলনীর ৬টি অধিবেশনের তথ্য পাওয়া গিয়েছে। এ নিয়েই বরাক বঙ্গ এই অনুষ্ঠানে ৪০০ পাতার একটি স্মারক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে। অনুষ্ঠানে বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির প্রাক্তন জেলা সভাপতি দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস, লোক গবেষক আবিদ রাজা মজুমদার, জেলা সম্পাদক জয়ন্ত দেবরায়, আঞ্চলিক সমিতির সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।