NE UpdatesAnalyticsBreaking News
কার ভুল নীতিতে বন্ধ হয়েছ কাগজ কল? সাংসদ প্রদ্যুত বরদলৈ-মন্ত্রী পীযুষ তরজা
৬ সেপ্টেম্বর : আসামের জাগীরোড ও পাঁচগ্রাম কাগজ কল বন্ধ হওয়ার পেছনে কার ভুল নীতি দায়ী? এই প্রসঙ্গে সোমবার কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ও মন্ত্রী পীযুষ হাজরিকার মধ্যে ব্যাপক তর্কযুদ্ধ হয়েছে। সোমবার রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে লোকসভার সাংসদ প্রদ্যুৎ বরদলৈ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর দোষ চাপিয়ে দেন। সাংসদ বরদলৈ দাবি করেন, মোদি সরকার পদ্ধতিগতভাবে দুটি কাগজ কালকে বন্ধ করে দিয়েছে। কংগ্রেস এর প্রতিবাদ সবসময়ই করে আসছে এবং কর্মচারীদের স্বার্থে এই প্রতিবাদ আগামীতেও চালিয়ে যাবে।
সাংসদ বরদলৈ বলেন, গত ৫৮ মাস ধরে বেতন পাননি পাঁচগ্রাম কাগজ কলের কর্মচারীরা। জাগীরোড কাগজ কলের কর্মচারীদের বেতন নেই ৫৬ মাস ধরে। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৯৩ জন কর্মচারী। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার বেসরকারি হাতে কাগজ কলের সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকার কাগজ কল কর্মচারীদের কোয়ার্টার খালি করে দেওয়ার যে নির্দেশ জারি করেছে, সে প্রসঙ্গে সাংসদ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কাগজ কল কর্মচারীদের কোয়ার্টার খালি করার কোনও প্রয়োজন নেই।
এদিকে সাংসদ প্রদ্যুৎ বরদলৈর এই সাংবাদিক বৈঠকের পর মন্ত্রী পীযুষ হাজরিকা বিগত কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করেন। মন্ত্রী হাজরিকা দাবি করেন, কাগজ কল দুটি বন্ধের পেছনে প্রদ্যুৎ বরদলৈ বিশেষভাবে দায়ী। কারণ সেই সময় প্রদ্যুৎ বরদলৈ রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন। কেন্দ্র ও রাজ্য সরকারের এর গদিতে আসীন ছিল কংগ্রেস। মন্ত্রী পীযুষ অভিযোগ করেন, প্রদ্যুৎ বরদলৈ সময়কালে কাগজ কলে ৪২০০ টাকা দরে বাঁশ কেনা হয়েছিল, অথচ এই বাঁশের বাজার মূল্য ছিল ২১০০ টাকা। কয়লা কেনা হয় ১২০০০ টাকা দরে অথচ সে সময় বাজার মূল্য ছিল ৬ হাজার টাকা। এমনকি কাগজ কলের কর্মচারীদের জন্য নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ একটি টাকাও খরচ করেনি বলে অভিযোগ করেন মন্ত্রী পীযুষ।