Barak UpdatesBreaking News

রাতে উড়ল শিলচর-কলকাতা বিমান
Silchar-Kolkata flight flies at night from Silchar

২১ ডিসেম্বরঃ রাতের আকাশে ফের দেখা গেল শিলচরের বিমান। শুক্রবার স্পাইস জেটের শেষ বিমানটি কলকাতার উদ্দেশে ওড়ে সন্ধ্যা সাড়ে ৫টায়। দিনের শুরু থেকেই দেরিতে চলছিল ৭৮ আসনের বিমানটি। ফলে নির্দিষ্ট সূচি মেনে বিকেল চারটায় রওয়ানা হওয়া সম্ভব হয়নি। সাড়ে পাঁচটায় এখন আকাশ অন্ধকার হয়ে যায় বলে যাত্রীরা অনিশ্চয়তায় ভুগছিলেন।

বিকেল ৪টার পর ভারতীয় বিমানবাহিনী এটিসি-তে নিরাপত্তা দেয় না। ফলে রাতে বিমান চলাচলের সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও শিলচরে নৈশ বিমানের সুবিধে মেলে না। এ দিন অবশ্য বিমানবাহিনী বেশি আপত্তি করেনি। ফলে নিরাপদেই নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পরে বিমানটি শিলচরের রানওয়ে ছেড়ে যায়।

December 21: A civilian flight was visible taking off from Silchar airport. On Friday, an aircraft of SipceJet started its journey from Kolkata at 5.30 in the evening. The 78-seater flight was running behind schedule since early morning on Friday. As such, it was unable to fly at its scheduled time at 4 PM. The passengers were tensed because it was already 5.30 by that time. They were certain that the flight would be cancelled. It was because Indian Airforce does not allow any civilian flight to fly from Silchar after after 4 PM.

As a result, inspite of having provision for night landing facility, aircrafts do not ply after 4 PM from Silchar airport. However, on Friday, the Indian Airforce authority accorded special permission to Spice Jet to fly after 4 PM. Finally, the aircraft started its journey for Kolkata at 5.30 PM.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker