Barak UpdatesBreaking News
দুর্যোগ মোকাবিলার মহড়া দেখাল সরকারEarthquake mock drill organised by disaster management team at Silchar
২০ ডিসেম্বর : রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় বৃহস্পতিবার রাজ্যের সবগুলো জেলায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির মতো দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মহড়ার আয়োজন করে। এই মহড়ায় এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও সামরিক প্রতিরক্ষা, অগ্নিনির্বাপক, জরুরী কালীন সেবা, পূর্ত, স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করে। রাজ্যপাল জগদীশ মুখী এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিমন্ত্রী ভবেশ কলিতা বৃহস্পতিবার গুয়াহাটিতে একটি শপিং মলে দুর্যোগ ব্যবস্থাপনার মহড়া পরিদর্শন করেন।
এ দিকে, কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় শিলচরের বিভিন্ন স্কুলে ভূমিকম্প মোকাবিলায় এক রাজ্যস্তরের মহড়া অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শিলচর সেটেলমেন্ট কার্যালয় প্রাঙ্গনে সাইরেন বাজিয়ে জেলাশাসক ডাঃ এস লক্ষণন এই মহড়ার সূচনা করেন। একইসঙ্গে শিলচর উন্নয়ন ভবন, গোলদিঘি মল, শিলচর মেডিক্যাল কলেজ, কেন্দ্রীয় বিদ্যালয় ও ডনবস্কো স্কুলেও এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ দিন জেলাশাসক এই মহড়ার সূচনা করে বলেন, মূলত যেকোনও দুর্যোগ মোকাবিলায় সরকারি এজেন্সিগুলোর তৎপরতা ও কার্য ক্ষমতা যাচাই করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী, অগ্নিনির্বাপক বাহিনী সহ বিভিন্ন রেসপন্স এজেন্সিগুলো দুর্যোগ মোকাবিলার সাবধানতা সহ আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার ও প্রাথমিক সেবার সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।
হাইলাকান্দিতে ও একইভাবে সকাল ১০টা থেকে শহরের ৫টি ভবন, হাইলাকান্দি পুরসভা, এসএস কলেজ, পুরসভা বাজার, এস কে রায় সিভিল হাসপাতাল ও একটি বেসরকারি বাড়িতে ভূমিকম্পের দৃশ্য প্রস্তুত করে দুর্গতদের মধ্যে উদ্ধার কাজের মহড়া অনুষ্ঠিত হয়। জেলাশাসক আদিল খানের উপস্থিতিতে জেলার স্বাস্থ্য বিভাগ, অগ্নিনির্বাপক বাহিনী,পুলিশ ও কেন্দ্রীয় সামরিক বাহিনী সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এই মহড়ায় অংশগ্রহণ করে।
করিমগঞ্জেও একইভাবে জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের উদ্যোগে শহরের পাঁচটি দালানবাড়িতে ভূমিকম্পের দৃশ্য তৈরি করে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এই মহড়া চলে। ডিমা হাসাও জেলায় জেলাশাসকের কার্যালয়,ওয়াই মিজিং ক্লাব ভবন, বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ডনবস্কো উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং হাফলং সিভিল হাসপাতালে ভূমিকম্পের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
December 20: A massive mock drill exercise was undertaken at Silchar, which was a Flagship Programme of National Disaster Management authority in collaboration with Assam State Disaster Management Authority on Thursday. They had selected six places for this mega mock drill. The places are Unnayan Bhavan, Administrative Building of Silchar Medical College and Hospital, Goldighi Mall, Tarapur Kendriya Vidyala and Don Bosco School.
It was assumed that major loss of life and property has occurred in those places and so rescue operations was launched. In this regard, collaboration was made with Silchar Medical College & Hospital, SM Dev Civil Hospital, Mediland, South City, Valley Nursing Home and Green Heals. These hospitals offered instant treatment to those who were supposedly injured in the quake. Apart from these hospitals, primary treatment facilities was also arranged at Police Parade Ground. The following departments were involved in the entire exercise:Assam police, SDRF, APRO, Army, BSF, CRPF, NCC, Social Welfare department, DIPRO, PWD, Health, SMB, Education departments.