Barak Updates
মিজোরামে ফের মদ বিক্রি নিষিদ্ধBan on liqour imposed again in Mizoram
১৮ ডিসেম্বর: মিজোরামে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। কংগ্রেস আমলের আবগারি নীতিতে বড়সড় বদল আনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ওই আবগারি নীতি মেনেই ৭টি সরকারি ও বেশ কিছু সরকারি সাহায্যপ্রাপ্ত মদের দোকান থেকে মদ বিক্রি হচ্ছিল। মদ্যপায়ীদেরও পারমিট দেওয়া চালু হয়। জোরাম থাঙ্গার ঘোষণা, আগামী শুক্রবার থেকে রাজ্যের কোনও সরকারি দোকানে মদ বিক্রি করা হবে না। বেসরকারি মদের দোকানগুলি বন্ধেও আইন আনা হবে।
শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ড্রাই ডে থাকবে মিজোরামে।
It may be mentioned that total prohibition was imposed in the Christian-dominated Northeastern State since February 20, 1997 by the then Congress Government. However, the liquor was lifted in early 2015 by enforcing the Mizoram Liquor Prohibition and Control Act, 2014.