India & World UpdatesBreaking News
৪৮ ঘণ্টা আগে নয়, বৃহস্পতিবার রাত থেকেই বাংলায় প্রচার বন্ধ করে দিল কমিশন
১৫ মে : কলকাতায় অমিত শাহের রোড শো ঘিরে তৃণমূল ও বিজেপির সংঘাতের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী রবিবার, ১৯ মে, রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে ভোট। হিসেবমতো নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে আর কোনও কেন্দ্রেই প্রচার করা যাবে না।
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। এক সাংবাদিক সম্মেলনে কমিশনের এক আধিকারিক বলেছেন, ‘আশা করা হচ্ছে রাজ্য প্রশাসন দুষ্কৃতীদের চিহ্নিত করতে পেরেছে।’ তিনি আরও বলেন, ‘সম্ভবত এই প্রথম নির্বাচন কমিশন ৩২৪ ধারা প্রয়োগ করতে চলেছে।’ শেষ দফার ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে।
এর আগে বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘আপনি শুধু ৪২টি আসনে লড়ছেন, আমরা সব রাজ্যে লড়ছি। বাংলাতেই শুধুমাত্র হিংসা হচ্ছে। অন্য কোথাও হয়নি। গত ছয় দফার ভোটে কোনও রাজ্যে হিংসা ছড়ায়নি। শুধুমাত্র বাংলাতে ছড়িয়েছে, কারণ এখানে তৃণমূল রয়েছে। বিজেপি যদি হিংসা করত, তাহলে সব রাজ্যে হতো।’