Barak UpdatesBreaking News

এজেন্সির পাল্লায় পড়ে হজে যাওয়া হচ্ছে না অসমের ৯০ পুণ্যার্থীর
90 Haj pilgrims from Assam including 28 from Cachar cheated by travel agent, can’t visit Mecca

৪ আগস্টঃ ট্র্যাভেল এজেন্সির পাল্লায় পড়ে হজে যেতে পারছেন না শতাধিক পুণ্যার্থী। তাঁদের মধ্যে ৯০ জন অসমের। ২৬ জন আবার বরাক উপত্যকার। সোমবারই কলকাতা থেকে হজে যাওয়ার শেষ বিমান ছাড়বে। রবিবার রাতেও তাদের ভিসা আসেনি। কলকাতার আলহাবিবি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল এজেন্সি এ দিনও বলছে, রাতটা অপেক্ষা করুন। চেষ্টা চলছে। হজযাত্রীদের বিপাকে পড়ার কথা জেনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সদ্যনিযুক্ত উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে কলকাতা পাঠান।

তিনি সেখানে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে ডেকে আনেন এজেন্সির কর্ণধার সবরেজ ইসলামকে। রবিবার শিলচরে ফিরে এসে আমিনুলবাবু জানান, তাদের হজে যাওয়ার কোনও সম্ভাবনা তিনি দেখছেন না। সৌদি দূতাবাসে খবর নিয়ে তিনি দেখেছেন, আলহাবিবি উমরাও হজে কখনও এক-দুই পুণ্যার্থীর ভিসা আদায় করে। কিন্তু এইভাবে দল বেঁধে হজে যাওয়ার ক্ষেত্রে তাদের ভিসা সংগ্রহের কোনও রেজিস্ট্রেশন নেই। আমিনুলবাবুর কথায়, সোমবার সকালেই আলহাবিবি-র বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তার কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত।

তাঁর কথায়, সরকারি প্রক্রিয়ায় না গিয়ে বেসরকারি এজেন্সি ধরাতেই সমস্যার সৃষ্টি হয়েছে। মাথাপিছু ৩ লক্ষ ৮০ হাজার টাকা করে দিয়েছেন তাঁরা। কিন্তু শেষপর্যন্ত হজে যাওয়াটাই হল না। এই ঘটনায় মুষড়ে পড়েছেন হজযাত্রী ও তাদের পরিজনেরা। অসমের ৯০ হজযাত্রী ছাড়াও আলহাবিবের প্রতারণায় পড়েছেন পশ্চিমবঙ্গ এবং ওড়িশারও কয়েকজন পুণ্যার্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker