Barak UpdatesIndia & World UpdatesBreaking News
করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশ পাঠানো হচ্ছে ৩০ জনকে30 persons to be deported to Bangladesh through Karimganj
২৩ জুলাই : তেজপুর কেন্দ্রীয় কারাগারের ডিটেনশন ক্যাম্পে থাকা ৯ জন, শিলচর ডিটেনশন ক্যাম্পের ২জন সহ মোট ৩০ বাংলাদেশি নাগরিককে নিজের দেশে প্রত্যাবর্তন করার উদ্দেশ্যে মুক্ত করে দেওয়া হয়েছে। এদের বৃহস্পতিবার করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে।
প্রসঙ্গত ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে মোট ২২ জন বাংলাদেশীকে শোণিতপুর, মরিগাও ও ধেমাজি পুলিশ রাজ্যের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছিল। আসামের বিভিন্ন কারাগারে বন্দি থাকা এই অনুপ্রবেশকারীদের পরে তেজপুর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
প্রত্যাবর্তনের উদ্দেশ্যে মুক্ত করা এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন শিলচর ডিটেনশন ক্যাম্পে বন্দি আব্দুল কুদ্দুস ও নুরুল আমিন এবং তেজপুরে বন্দি জাহাঙ্গীর আলম, আব্দুল কাশেম, মোহাম্মদ আব্দুল্লা, আব্দুল কালাম মোল্লা, আজাবাহার পান্ডা, বাবুল সর্দার, ওয়াইদুল হক, ইলিয়াস আহমেদ ও নুরুল আলম। দীর্ঘ তালিকায় রয়েছেন অন্যান্য ডিটেনশন ক্যাম্পের বন্দিরাও। এই বাংলাদেশি নাগরিকদের করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে।