India & World UpdatesAnalyticsBreaking News

দেশের ৮ কোটি মানুষকে ৩ মাসে ৩টি ফ্রি গ্যাস
8 crore people of the country will be given 3 free cooking gas in 3 months

২৪ এপ্রিল : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় আগামী তিন মাসে তিনটি ফ্রি রান্নার গ্যাস পাবেন উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপকরা। দেশের ৮ কোটির বেশি গ্রাহক এই সুবিধা পাবেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারি এই পরিকল্পনাকে সফল করে তুলতে স্টেকহোল্ডারদের পরিষেবায় গতি বাড়ানোর জন্য বলেছেন মন্ত্রী। পাশাপাশি শৃঙ্খলা মতোই  যাতে সবকিছু হয়, এ দিকেও খেয়াল রাখার নির্দেশ  দিয়েছেন মন্ত্রী।

এ দিন ওয়েল মার্কেটিং কেম্পানিজ-এর ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন মন্ত্রী প্রধান। তিনি বলেন, করোনা বিপর্যয়ের এই সময়ে গরিবদের অভাব অভিযোগের দিকে আলাদা করে খেয়াল রেখে চলেছে সরকার। তাঁরা যাতে অনায়াসে রান্না করতে পারেন, সেজন্য গ্যাস সরবরাহ করছে সরকার। এই সংকট সময়ে এই পরিষেবার দেরি করা চলবে না। কোনও আপত্তি চলবে না হোম ডেলিভারির ক্ষেত্রেও। ডেলিভারি সেবায় যুক্ত ব্যক্তি যাতে কোনও রকমের বাড়তি টাকা না দাবি করে, সে দিকেও নজর দিতে হবে। এপ্রিলের প্রথম তিন সপ্তাহে ৪০ শতাংশ উজ্জ্বলা গ্রাহক পিএম প্যাকেজে বিনামূল্যে রান্নার গ্যাস পেয়ে গেছেন বলেও বলেও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker