NE UpdatesBarak UpdatesBreaking News
রাষ্ট্রপতি পদক পাচ্ছেন দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া
গুয়াহাটি, ২৫ জানুয়ারি : দেশজুড়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ পদক ঘোষণা করেছে। এ বার দেশের বিভিন্ন রাজ্য থেকে ৯০১ জনকে পুলিশ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনকে বীরত্বের জন্য পুলিশ পদক দেওয়া হবে। ৯৩ জন পাচ্ছেন রাষ্ট্রপতির পুলিশ পদক এবং ৬৬৮ জনকে মেধাবী সেবার জন্য পদক দিয়ে সম্মানিত করা হবে।
এ বার আসাম থেকে পুলিশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন মোট ১৫ জন। সে অনুযায়ী শিলচরে থাকা দক্ষিণ আসাম রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া পাচ্ছেন বিশেষ সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক। এছাড়া আরও ১৪ জন পুলিশ আধিকারিক ও জওয়ানকে মেধাবী তথা উৎকৃষ্ট সেবার জন্য পুলিশ পদক প্রদান করা হবে। গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরাও উৎকৃষ্ট সেবার জন্য এ বার পুলিশ পদক পাচ্ছেন।