Barak UpdatesBreaking News

বিজেপিতে যোগ দিয়েই সোনাইয়ে প্রচারে ছুটলেন সিরাজুল আলম
Big jolt to Congress: It’s General Secretary Sirajul Alam joins BJP

১২ এপ্রিলঃ এনএসইউআই-এর সাধারণ কর্মী তাঁর রাজনীতির সঙ্গে পরিচয়। ক্ষুরধার বুদ্ধি ও নেতৃত্ব গুণের জন্য শীঘ্র নেতৃত্বে চলে আসেন। এনএসইউআই-র জেলা সভাপতি সহ বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেন। বেশ কিছুদিন ছিলেন বরাক উপত্যকার বাইরে। ফিরে এসে ফের ঝাঁপিয়ে পড়েন দলের জন্য। এ বার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেখান থেকে সিরাজুল আলম লস্কর শুক্রবার বিজেপি দফতরে।

রাজ্য সভাপতি রঞ্জিত দাস তাঁকে সাদরে বরণ করেন। উত্তরীয় পরিয়ে দেন তাঁকে। ছিলেন কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই, প্রভারি বিশ্বরূপ ভট্টাচার্যও। সিরাজুলের সঙ্গে এ দিন বিজেপিতে যোগ দেন তপনকুমার দে নামে এক কংগ্রেস কর্মীও।

শাহিন ডাকনামে পরিচিত এই নেতা দলত্যাগের কারণ হিসেবে বলেন, কংগ্রেসে গণতন্ত্র নেই। টিকিট বণ্টনে সব নির্বাচনে বড় অনিয়ম হয়। পক্ষপাতমূলক আচরণ লেগেই রয়েছে। তাঁর কথায়, সাম্প্রদায়িক বলে বিজেপি-কে দোষারোপ করা হয়। কিন্তু স্থানীয় কংগ্রেস নেতৃত্ব যে কত বড় সাম্প্রদায়িক, তা আমি সঙ্গে থেকে টের পেয়েছি।

শাহিনের কাছে এখন মনে হচ্ছে, বিজেপি-তে বরং সাম্প্রদায়িতা নেই। কারণ ধর্মীয় জনগোষ্ঠীগুলি সম্পর্কে এই দলের স্পষ্ট একটি ঘোষিত নীতি রয়েছে। ওই নীতি মেনে সিরাজুল আলম লস্কর শুক্রবার দুপুরেই ছোটেন সোনাই বিধানসভা এলাকার কাজিডহরে। সেখানেও মণ্ডল সম্পাদক সহ বেশ কিছু কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন। দলত্যাগীদের মধ্যে রয়েছেন কংগ্রেস টিকিটে নির্বাচিত দুই জিপি সভাপতিও। সেখানে বিধায়ক আমিনুল হক লস্কর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker